এক বিহঙ্গ স্বপ্ন-ডানায় ঘর ছেড়ে একদিন
অসীম নভের পূব-ঠিকানায় হয়েছিল বিলিন।
ভেবেছিল আনবে সাথে নতুন রবির আলো
ফুল ফোটা এক সবুজ বাগান বাসবে এসে ভালো।
আসবে অনেক নতুন পাখি গাইবে সেথায় গান
সেথায় বসে একটু হেসে জুড়িয়ে নেবে প্রাণ।


নরম রবি মেঘের আড়ে গোপন প্রতারনায়
স্বপ্ন-রঙিন কুসুম-পাঁপড়ি দ্বিপ্রহরে ঝরায়।
বিরান-বাগে গানের পাখি তোলেনা তার সুর
বালুচরের অস্তরেখা নয় এখন আর দূর।


পরাজিত স্বপ্নগুলি রাত্রি মাঝে জেগে
কাঁচের পাত্র মেঝের উপর আছড়ে ভাঙে রেগে।
খন্ড, খন্ড টুকরোগুলো রক্ত ঝরায় পায়ে
চলা যে তার হয় নাকো আর একটু ডানে-বাঁয়ে।
পূর্বাকাশে নতুন সূর্য আবার হবে উদয়
নরম রোদের স্বপ্ন মৃত, আবার পুড়ার ভয়।