সাঁঝের আঁধার না নামা’লে তোমার আকাশে
আমার জোৎস্না এমন মধুর কেমন করে হাসে?


না কাঁদালে তোমায় আমি পাই না বরিষণ
মরে যেন আমার বুকের সুখের সবুজ বন।
তোমার বুকের দীর্ঘশ্বাসে ঝড় যদি না বয়
মেঘের শেষে আমার এ বুক নীল কেমনে হয়?
তোমার ও বুক পুড়িয়ে আগুন নাই যদি গো জ্বালি
আমার ঘরে কেমন করে আলোর ধারা আসে?


তোমার বুকে না দিই যদি আমার পায়ের দাগ
পথে চলাতে থাকে না মোর কোনই অনুরাগ।
তাই তো তোমার ও বুক ভেঙে বানাই সমতল
পাথর, কাঁটায় ব্যথা না পায় আমার পদযুগল।
তোমার আলোয় দাঁড়াই আমি হাজার জনের মাঝে
অন্ধকারে ঠেলে তোমায় পথ থেকে এক পাশে।


===================================
আমার গতকালের "আত্মত্যাগী আমি" কবিতাটি যাঁরা পড়েছেন, তাঁরা  বিভ্রান্ত হতে পারেন যে আমি একই কবিতা দুই নামে দুই দিন পোস্ট করছি। এই বিভ্রান্তি দুর করতে দুটো এক সাথে করে পড়ার অনুরোধ রইল। আসলে এই দুটি কবিতায় আমি দেখাতে চেয়েছি আত্মত্যাগী ও স্বার্থপর খুবই কাছাকাছি কি রকম একই চেহারায় বাস করে, আমাদেরকে বিভ্রান্ত করে।