সাঁঝের আঁধার না এলে এই আমার আকাশে
তোমার জোৎস্না বলো ওগো কেমন করে হাসে?


আমার ব্যথার কান্না যদি না দেয় বরিষণ
তোমার বুকে ভরে কি গো নিবিড় সবুজ বন?
আমার বুকের দীর্ঘশ্বাসে ঝড় যদি না বয়
মেঘের শেষে তোমার ও বুক নীল কেমনে হয়?
আমার এ বুক পুড়ে যদি আগুনই না জ্বলে
তোমার ঘরে কেমন করে আলোর ধারা আসে?


আমার বুকে না রয় যদি তোমার পায়ের দাগ
পথ চলাতে থাকে না যে তোমার অনুরাগ।
তাই তো এ বুক ভেঙে ভেঙে বানাই সমতল
পাথর, কাঁটায় ব্যথা না পায় তোমার পদযুগল।
তোমায় আমি পথ দেখিয়ে হাজার জনের মাঝে
অন্ধকারে, অগোচরে দাঁড়ায় যে এক পাশে।