এতো ভাব দিলে বুকে
কেন মুখে ভাষা দিলে না?
যারে দিলে শুধু বিফলতা
কেন তার আশা নিলে না?


মুখ কি গো দিলে শুধু মূক রহিতে
এ কেমন ভার দিলে শুধু বহিতে
চোখ দিলে সব দেখে শুধু সহিতে?
কহিলে শান্ত রহিতে যদি
শান্তি কেন মিলে না?


আমি কাঁদি যাহারে হিয়ায় ভরিয়া
তুমি রাখিলে তাহারে আড়াল করিয়া
হৃদয় আমার বিফলে কাঁদে মরিয়া
কেন সে নীরব কান্না
ও গো তুমি শুনিলে না?


পারি না সহিতে, এবার মুক্তি দাও
যা দিয়েছো তাও তুমি নিলে নাও  
হৃদয়ে শুধু একবার পরশ বুলাও
ব্যাকুল এ হৃদয় কেন
তুমি ছুঁয়ে দিলে না?