যাপিত জীবনের স্বপ্নগুলির অপূর্ণ রূপ
তবু আজ অনুভূতি দুরারোগ্য ব্যাধিতে নিশ্চুপ!
প্রান্তিক সময়ের আচমকা ঝোড়ো হাওয়াই
শেষ কটি বিবর্ণ পত্র এখন ঝরার অপেক্ষায়।

সময়ের তরণী ছেড়ে গেছে বহুবার
প্রস্তুতির বাহুল্যে, উপস্থিতি হয়নি আমার।
এবারের আয়োজন নিতান্তই অপ্রতুল -
এখনো অফুটন্ত যে ফুল
তার সৌরভ পাওয়ার আকাঙ্খা নিতান্তই অস্থায়ী,
সবকিছু ফেলে রেখে যাওয়া, তবু নেই কিছু অনাদায়ী।
কবিতার অর্ধেক অলিখিত যদি
অর্ধেক সে কবিতার দুর্বোধ্যতা থাক নিরবধি
যে গানের আস্থায়ী সবে হলো গাওয়া
সে গানের অন্তরা নয় আর চাওয়া।

দাঁড় নেই, পাল নেই, মাঝি নেই তরণীর
তাগিদ নেই পাল্টানোর ঘুনে খাওয়া কাঠগুলির
ভগ্নপ্রায় তরণী বিশাল সমুদ্র বুকে
নিশ্চিত গতিতে শুধু যাবে সম্মুখে
ক্ষয়িষ্ণু বাতাসের অচঞ্চল স্থবিরতা
অথচ কূলে পৌঁছানোর পূর্ণ নিশ্চয়তা!

ওপারে যে আলোর হাতছানি
রাখে যা আচ্ছন্ন চৈতন্যখানি
সে যদি নিতান্তই আলেয়ার কণা
তার লক্ষ্যে দীর্ঘ পথ হাঁটা নয় প্রতারণা
এতটা পথ হেঁটে যে পথ হয়েছে চেনা
পথ চলা শেষে, সেই পথ শেষ হবে না।

এ যদি নিতান্তই চলার শেষ
ভয় নয়, থাক তাতে জীবনের সবকিছুর রেশ
শেষ যদি অন্ধকার, তবে যেন আসে তা স্নিগ্ধ আলোয়
আয়োজন মন্দ, তবু যেন শেষ হয় ভালোয়।