বিদায় ক্ষণে হাসবে ধরায়
কে আছে গো এমন?
নেভার আগে প্রদীপ শিখা
অধিক জ্বলে যেমন।


দিনের শেষে সূর্য হাসে
আসবে বলে আবার
রাতের শেষে চাঁদ হাসে
ফের পাবে বলে আঁধার।
প্রদীপ হাসে আলো দিয়ে
শেষ হলে তার দহন
বিদায় ক্ষণে হাসবে ধরায়
কে আছে গো এমন?


দহন বিনে এই জগতে
জীবন আছে কার?
জীবন গেলে জীবন ফিরে
আসে নাকো আর।
জীবন যখন আলো ছড়ায়
অন্য কারো জীবন গড়ায়
তেমন জীবন পুড়েও হাসে
আসে যখন মরণ
বিদায় ক্ষণে হাসবে ধরায়
কে আছে গো এমন?