মহাযুগের মহাযোগী চুষে চুষে আমটা
অবশেষে ঘোষণা দিলেন, এই শেষ চোষনের কামটা।

মাত্র পাঁচ বছর আর?
ভক্তেরা কেঁদে জারেজার।
তারপর মহাযোগী চুষবে না আঁটি
ভক্তদের রক্তঘামে সে কী কাঁদাকাটি -
যোগীহীন ভোগীদের দেশ-ভোগ হবে কী
গাছে পাঁকা আমগুলি পরে খাবে তবে কী?

কবির আজীবন শখের মৃত্যু হলো মরণের আগে
বোধ হলো কবিতার বই আজ কিবা কাজে লাগে?
বহু খুশি বন্ধু ও কাছের স্বজন
এতোকিছু অপচয়ে কিবা প্রয়োজন?
যা ছাপাতে টাকা লাগে, বেচতে লাগে টাকা
ফেলে দেয়ার জন্যে শুধু যত্ন করে রাখা!

কবির মরণ হলে নেই এতো জ্বালা
ভক্তদের হাতে পায় কুড়ানো ফুলের মালা।