দেহ হলো অন্দরে যে, তার এক পরিচ্ছদ
একটু ব্যথা লাগতে পারে করলে তা কেউ বধ।
মত্ত যদি হৃদয় রে তোর সত্যি কারো প্রেমে
সামনে পেলে চুমবি কি তার পরিচ্ছদে থেমে?


প্রেম কাঁদে তোর ছুঁতে তারে অন্দরে যার বাস
দেহের ছোঁয়া আনবে জানিস সেথায় সর্বনাশ।
মহা-আত্মার দেহ কী আর তোর মতো এক দেহ,
দেহ-দেহের মিলন হবে, যতোই ভাবুক কেহ?


স্বপ্নে যদি দেখিস রে তুই মহা-আত্মার রূপ
সকল ব্যথা ভুলে রে তুই হবি যে নিশ্চুপ।
আত্মা যে তোর ছাড়তে দেহ পাবে না আর ভয়
আত্মা মহা-আত্মার মিলন মৃত্যু মাঝেই হয়।


সেই মিলনের লোভে যখন বেঁচেও হবি মরা
নিসঙ্গ তোর হৃদয় হবে সকল ধনে ভরা।
চাইবি না তুই হতে গর্বে কালের মহাজন
হৃদয় ভরবে মহাকালের শান্তি-সমীরণ।