পশ্চিমের জানালাটা আর একটু খুলে রাখো
অস্ত রবির শেষ আভা দৃষ্টি থেকে কেন ঢাকো?
ক্ষণপরেই নামবে তো নিকষ অন্ধকার
যারপর শুরু হবে আমার সত্যিকার সংসার।


অসংখ্য মুখ, চোখের চাহনি, কিছু কণ্ঠস্বর
সব যায় এক হয়ে - কে আপন কে পর?
কয়টি মুখ হাস্যোজ্জ্বল - ম্লানও নয় কম
হিসেবের খাতা খুলে গুনি পন্ডশ্রম।


স্বপ্নের প্রেতাত্মা এসে খেলে বাঘবন্দী খেলা
বন্দীত্বের গ্লানিতে তীর্যক কটাক্ষে বিজয়ীর হেলা।
পরাজিত প্রেম ভাসে ক্লান্ত নয়নের নোনাজলে
মিলনের সবুজ বাগান পুড়ে গেছে বিরহের অনলে।


এ শতাব্দীর ছলনারা বলে যায় চোখের ইশারায়
নতুন ভোরের আগে তোমার কিছু নিদ্রা চায়।
আমি জানি, সে নতুন ভোরে আমার হবে না আর জাগা
নতুন শতাব্দীতে যেন না জাগে এ শতাব্দীর কোন হতভাগা।