ও মনপাখি, প্রাণ খুলে তুই
গা সে জনের গান
এই জগতে যা আছে তার
সব যে জনের দান।
যেন তৃষ্ণা মিটাই, আর নিই শ্বাস
তাই সে দিল জল ও বাতাস
ওরে দাম না নিয়েই বেচলো যে জন
এ সব অফুরান।


চন্দ্র দিল, সূর্য দিল, আরও দিল
হাজার-কোটি তারা
যেন চিরতরে অন্ধকারে না হই দিশেহারা।
গ্রীষ্ম দিল, বর্ষা দিল, আরও দিল
অনেক ঋতুর খেলা
যেন জগত ভরে সদাই চলে ফল ফসলের মেলা।
যে জন জগতটাকে বানাইল রে
হাজার ফুলের বাগান।


নিজের বুকের ভালোবাসা জীবের বুকে
করলো বিতরণ
ধরার বুকে জীবন যেন করে বিচরণ।
মানুষকে সে তাঁরই জ্ঞানে বানাইল সে
সকল জীবের সেরা
যেন তাদের সৃস্টিও হয় বিস্ময়েতে ঘেরা।
তাঁর জগতের খবর দিতে
পাঠালো এই পৃথিবীতে
লাখের অধিক খবর দাতা
সবার শেষে মুহাম্মদকে দিল তার কোরান।