ক'পয়সা মূল্য তোর? - সোনা কহে লোহারে
আমি থাকি আদরে সভ্য রমনীর চুড়ি ও হারে
আর থাকি জগতের সবচেয়ে সুরক্ষিত ভাণ্ডারে।


লোহা বলে, কর তোর মাথাটাকে ঠাণ্ডা রে
নরম গহনা হয়ে উঠিস যে রমনীর গলা ও হাতে
কেবলই তা ঘটে যে আমারই প্রচণ্ড আঘাতে।
নিতান্তই অক্ষম তুই নিজেরে নিজেই সুরক্ষিতে
তাই রাখে তোরে সবে আমারই চর্ম-ঘরে স্বস্তিতে।


যুগে যুগে আমি আছি পরিশ্রমী মানুষের হাতে
সভ্যতার হাসি ফোটে প্রতিদিন আমারই রুক্ষ আঘাতে।