এই সেদিনের কথা
আইসক্রিমওয়ালা হতে পারাটাই বুঝেছিনু সফলতা।
ইস্কুলে গিয়ে প্রতিদিন যদি একটা আইসক্রিম পাই
ভেবেছি তখন তার চেয়ে বড় আর সফলতা নাই।
তিন মাইল দূরের ইস্কুলে যেতে খালি পায়ে পথে হাঁটা
মনে তো পড়ে না, তবু কোনদিন ব্যথা করেছিল পা-টা।
সাত মাইল দূরের কলেজে যেতে পেয়েছিনু সাইকেল
সেই তো প্রথম প্যান্ট-জামা আর পায়ে পরা সেন্ডেল।
মাঝপথে নদী, কত যে ডুবেছি, আজ তার নেই ঠিক
গভীর জলের স্রোতের সাথে ছিলাম যুদ্ধে নির্ভীক।

নিজ বাগানের লাউ, সিম আর বেগুন, টমেটো মাথায়
সেদিন ছিল না এতটুকু লাজ গাঁয়ের হাটেতে হাঁটায়।
সলিল কাকুর দুহাঁটুর মাঝে মাথা রেখে ন্যাড়া করা
বাড়ির সাবানে মাথা ধোয়া তাই বারোআনা দাম ধরা।
চুলার কয়লা অথবা নিমের ডাল দিয়ে দাঁত মাজা
এমন কত যে বীরের কর্মে ছিলাম মায়ের রাজা।
জাল, বড়শি, গামছা দিয়ে খালে-বিলে মাছ ধরা
বিনোদন মানে যাত্রা, খেলা, গল্প-কবিতা পড়া।
কল্পকাহিনীর বিজ্ঞান পড়া, বিজ্ঞানী-স্বপ্ন চোখে
ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে বলেছে সকল লোকে।


সফল হতে ইঞ্জিনিয়ার হওয়া বত্রিশ সন আগে
তারপর শুধু সফলতা খোঁজা - বেশী চাওয়া নিজ ভাগে।
পশ্চিম থেকে উচ্চশিক্ষা, তারপর আসা পূবে
এরই মাঝে দেখি রবি পশ্চিমে ক্ষণপরে যাবে ডুবে।
পোর্সেলিনের বাথরুম আর বেলজিয়ামের মুকুরে
ভুলেছি গোসল গামছা পরে - খাল, নদী, বিল, পুকুরে।
ভুলেছি চটির ছিড়ে যাওয়া ফিতা কেমনে লাগায় জোড়া
এখন করি যে ভিন্ন জুতায় দোড়, হাঁটা, ঝাঁপ, ঘোরা।
মায়ের হাতে তালের পাখার মমতা মাখানো বাতাস
আজ বিস্মৃত, তাপ নিয়ন্ত্রিত ঘরে করি আজ বাস।
শীতের সকালে মুড়ির সাথে খেজুর গুড়ের স্বাদ
দোকানে কেনা কেকের হাতে আজ হয়ে গেছে বাদ।

সফল হতে পেশার পেছনে জীবন হয়েছে হণ্যে
এখন আবার সফলতা খুঁজি ছেলেমেয়েদের জন্যে।
বৃদ্ধ পিতা, অসুস্থ মাতা, বিছানায় দিন গোনে
বড় যে ইচ্ছা মৃত্যুর আগে খোকার কণ্ঠ শোনে।
খোকার গায়ের একটু গন্ধ, একটু চেনা সে পরশ
হয়তো এটাই শেষ পাওয়া হবে, মনে দেবে শেষ হরষ।
সফল খোকার হয়া না যাওয়া সুদূর-বিদেশ হতে
সফলতা আজ নিয়েছে জীবন কঠিন জটিল পথে।

সফলতা মানে সত্যিই যদি পেশার সফলতা হতো
পেশায় সফল সব পেশাজীবি এ জগতে সুখী র'তো।
সফলতা মানে হতো যদি পাওয়া জীবনে উচ্চশিক্ষা
উচ্চশিক্ষিত মানুষ সুখী - দেখাতো সকল সমীক্ষা।
সফলতা মানে হতো যদি ভবে জনপ্রিয়তা ও খ্যাতি
বিখ্যাত কারো এ জগতে তবে হতাশা হতো না সাথী।
সফল এসব মানুষের কেউ-ই হতো না মাদকাসক্ত
আত্মহনন ও আত্মকষ্টে ঝরাতো না বুকে রক্ত।

সফলতা আছে সত্যের মাঝে, আর সত্যকে বুঝায়
সফলতা আছে সব সত্যের পেছনে কে আছে খুঁজায়।
সফলতা আছে চিরন্তন যা, সেসব অনুভবে আনায়
সফলতা আছে জগতের মাঝে কুহেলিকা কি তা জানায়।

চোখ মেলে দেখি সূর্যের উদয়, সূর্যের অস্ত চিরন্তন
চোখ মেলে দেখি নদী চলে চলে সাগরেই শেষে মিলন।
জ্ঞানের মহিমায় আজ বুঝি এই পৃথিবী কেমনে ঘোরে
একই তো বাতাস কেন বয়ে যায় কখনো আস্তে, জোরে।

কে জানে এদের সবই কী রবে এমনই চিরন্তন?
মহাচিরন্তন মানব জীবনের শেষে যে প্রত্যাবর্তন।
একদা যে জীবন এসেছিল ভবে বিধাতার নির্দেশে
সেথায় জীবন যায় ফিরে ফের জগতে কর্ম শেষে।

যার থেকে আসা তার কাছে যেতে হলে ঠিক প্রস্তুতি
তাই জীবনের বড় সফলতা, চরম সে সুখানুভূতি।
জীবনের রবি ডুবু ডুবু প্রায়, আছে যে কয়টি মুহুর্ত
সেই সফলতার পেছনে হাঁটুক, নিষ্ঠায় স্বতস্ফুর্ত।