ওগো ফুল!
ভাবছো তুমি পাবেই কারো খোঁপা বা ফুলদানি
নয়তো তোমায় ভালোবাসা দেবেই ভ্রমরখানি।


ঠোঁটের 'পরে রঙ মাখিয়ে আবির দিয়ে গালে
নড়ছো তুমি হেলে দুলে নাচের তালে তালে
রঙিন স্বপন বুকের কাঁপন
ভাবছো যে কেউ বুকে তোমায় নেবেই নেবে টানি
ভাবছো তুমি পাবেই কারো খোঁপা বা ফুলদানি।


এই জগতে সময় খেলে বড়ই নিঠুর খেলা
কারেও সে দেয় ভালোবাসা কারেও অবহেলা
ক্ষণিক সময় হলেই নিদয়
সন্ধ্যে বেলায় অকারণেই ঝরতে পারো জানি
পাওয়ার আগেই অন্য কারো খোঁপা বা ফুলদানি।