সম্পদ এসে এসে হাতে যত জমে
পাহাড়ের শীর্ষে চেয়ে তৃপ্তিটা কমে।
ভাবনারা গর্জে ওঠে নিজ-অর্জনে
সুখ, তৃপ্তি ছেড়ে যায় দূর-নির্জনে।
দু'টি কণা গড়ালেই বুকে নাম ধ্বস
বাস্প হয়ে উড়ে যায় হৃদয়ের রস।


সম্পদ এলে যদি ভাবো নিজমনে
তুমি তার রক্ষক দিতে অন্যজনে
যার যা পাওনা হাতে দিলে তুলে
হৃদয়টা ভরে যাবে সুবাসিত ফুলে।


যে দিয়েছে তা, তারে দাও কৃতজ্ঞতা
হৃদয়েতে তৃপ্তি পাবে, পাবে পূর্ণতা।
চূড়া থেকে দৃষ্টিটা এলে সমতলে
চেতনায় আলো দেয় শত সূর্য জ্বলে।