এ যায়, ও যায়, সে যায় - বসে বসে শুনি
কতজন গেল তাও মাঝে মাঝে গুনি।
যেন চলে গেলে সবে
পৃথিবী আমার হবে
কী ফসল ফলাবো তাতে, স্বপ্ন-বীজ বুনি।


সম্মান, প্রতিপত্তি, ধন তরে বাঁচি -
সশব্দে জানাই আজও বেঁচে আছি।
যার তরে বেঁচে থাকা
সব পেলে লাগে ফাঁকা
তারেই কি অবসাদ বলে ঋষি-মুণি?


আজন্মের যুদ্ধ যে হয় নাকো শেষ
প্রতিপক্ষের পরাজয় লাগেও তো বেশ।
সব যুদ্ধে জয়ী হয়ে
আত্মযুদ্ধে মরি ভয়ে
নিজ কাছে হেরে গিয়ে হই আত্মখুনী।


বাঁচার অর্থ হলে সকলের তরে
অন্যে যা পায় তাতে নিজ মন ভরে।
বন্ধুত্বে ঘোঁচে মনোভার
বন্ধ করো না মনোদ্বার
যাবার সময় এলে খুশীতে যেও তখুনি।