এই দুনিয়ায়            সবাই যা চায়
          সেটাই তো দুষ্প্রাপ্য
চায় না যা কেউ       এমনি দিলেও
          হয় তা অভিশাপ্য।
পাওয়ার তরে          বাজি ধরে
          ছুটছে সবাই রোজ
নামটি যা তার         জানা সবার
       সে তো সুখের খোঁজ।
সবার চাওয়ায়        যাচ্ছে হাওয়ায়
        সুখগুলো সব উড়ে
তার চাওয়াটাই       না পাওয়াটাই
        দুঃখ জীবন জুড়ে।
পেলে তা কেউ      অন্যে দিতেও
         মনে যে পায় কষ্ট
এমনি করেই         সবার তরেই
         সুখগুলি হয় নষ্ট।
দুঃখ এসে           সদাই হেসে
        দাঁড়ায় সবার দ্বারে
নিজের তরে        আপন করে
     চায় না যে কেউ তারে।
অন্যে পেলে        দন্ত মেলে
      অনেকেই পায় সুখ
পরের যখন       সুখের জীবন
      তাও অনেকের দুখ।
অল্প হতো        দুঃখ যতো
      করলে সবাই ভাগ
সুখ ফেলে ভাই    করবি কে আয়
          দুঃখে অনুরাগ?
আমার কাছে      যে সুখ আছে
          অন্যে যদি দিই
দুখ জমে না       সুখ কমে না
         সুখ বাড়িয়েই নিই।
অনেক পেয়ে      আরও চেয়ে
        না হোক সুখের আকাল
দুঃখ শত          হোক বিভক্ত
       আসবে সুখের সকাল।