সুখ দুঃখ
৩০ মার্চ, ২০১৬


সুখ কহে দুঃখেরে,
নির্লজ্জ তুমি কেন হওনা বিদায়
পৃথিবীতে কে আছে, যে তোমারে চায়?


দুঃখ বলে,
আজ থেকে শুধু তুমি এ ধরাই থাকো
পৃথিবীর সকলকে মহাসুখে রাখো।
আমি রবো আকাশেতে নীলিমায় নীল
পৃথিবীতে তুমি থাকো সুখের কোকিল।


দুঃখের বিদায়ে ভুবন আনন্দে ভরা
সুখেরে ভুলিল সবে অল্পদিনে ত্বরা।
এমন কি নিত্যদিনের পূজা, প্রার্থনায়
সকাতরে কেহ আর সুখ নাহি চায়।
অচিরেই অবহেলায় সুখ দুঃখে ভাসে
গগনে বসিয়া দুঃখ আনন্দে হাসে!


সুখ বলে, দুঃখ তুমি রাখো সুখ-খেলা
সহিতে পারি না আর এতো অবহেলা।


দুঃখ বলে, বুঝিলে তো আমি আছি তাই
পৃথিবীর ঘরে ঘরে সবে তোমা' চায়।
আসলে তো দুঃখ বলে কিছু নাহি ভবে
বেশী সুখ যত চাবে, দুঃখ তত হবে।
প্রতিদিন ছোট ছোট যত কিছু পাওয়া
তাতে খুশী হলে, সুখ লাগে নাকো চাওয়া।