অতি উন্নত চিকিৎসা আজ, ওষুধেরও উন্নতি
বিনা চিকিৎসায় তবু মরে ওরা, তবু একই দুর্গতি।
অতি আধুনিক সুরম্য প্রাসাদ, সরকারী হাসপাতাল
ওখানে রবে সরকার বসে - তুমি কি পাঁড়-মাতাল?
ওখানে যন্ত্র অথবা ওষুধ যাও কিছু কিছু আসে
ওখানে যে সব ভূতেরা থাকে তারা তাই খেয়ে হাসে।


আরো উন্নত যে হাসপাতাল, নামে যা বেসরকারী
ওখানেই থাকে সরকার বসে, তা যে খুব দরকারি।
তবে তার মাঝে বসবাস করে অতি আধুনিক ওঝা
হাকস ফাকস মন্ত্র যা বলে যাবে না তা কিছুই বোঝা।
ওরা নাকি করে লাঠি, দা, বটি, তার সাথে ঝাঁটা চালান
রোগীরে ছাড়ে  না যতক্ষণ থাকে টাকা বা শরীরে প্রাণ।
অঢেল অর্থ না থাকে যদি ভুলে কভু সেথা গেলে
দেহের অঙ্গ বিক্রি করেও লাশের মুক্তি মেলে।
ইদানিং শুনি ওঝা ও ভূতে হয়েছে ভীষণ ভাব
সরকার ভাবে কিভাবে হবে এখন রোগীর লাভ।


সরকারী প্লান অতি উত্তম, শুধু রাখো তাতে ভরসা
নাকে তেল দিয়ে ঘুম দাও রোগী, সামনের দিন ফরসা।
কোন্ হাসপাতাল, ওষুধের দাম, এ সব ভাবনা নেই
সরকারীভাবে একেবারে পাবে চিকিৎসা বিদেশেই।
সেখানে রোগী একবার গেলে আর আসে নাকো ফিরে
অর্থহীনের স্থায়ী চিকিৎসা এর চেয়ে ভালো কী রে?
তাই তো সরকার অতি ব্যস্ত, সদাই বিদেশে যায়
আরো ডাক্তার, হাসপাতাল আর মেডিকেল কলেজ চায়।
এতো কিছু পেয়ে অর্থাভাবে তবু যদি ওরা মরে
সরকারী হাসপাতালে বসে সরকার কি বা করে?