তোমার হাতে আমি যে এক নিছক খেলার ঘুড়ি
খেলার নেশায় মেতে থাকি অসীম আকাশ জুড়ি।
এদিক থেকে ওদিক ছুটি, বাতাস যেমন টানে
তুমি কেন দাও না ছেড়ে, বুঝি না তার মানে।


অনেক রাগে উপর-নীচে করিও দাপাদাপি
ক্ষণিক থেমে তোমার দিকে চেয়েও রাগে কাঁপি।
তখন দেখি পাশের ঘুড়ি হঠাত্ সুতো ছিঁড়ে
স্বাধীনভাবে নিজের মতো যায় উড়ে সে ধীরে।


মনে বড় সাধ জাগে যে আমিও স্বাধীন হই
সেই লোভে তার চলার পথে মুগ্ধ চেয়ে রই।
হঠাত্ দেখি ঝড়ো হাওয়া ঘটায় যে তার পতন
নিজের চলায় আর থাকে না তারই নিয়ন্ত্রন।


গাছে ছিঁড়ে, অথবা কোন্ অথই জলে ভিজে
অবহেলার ছিন্ন টুকরো, হয় হারা সে নিজে।
তখন বুঝি, তোমার হাতের বাঁধন কত মধুর
তোমার হাতেই রেখো সুতো, যাই না যতই দূর।


তোমার হাতের খেলার ঘুড়ি, উড়িও তোমার হাতে
ছেঁড়া সুতোয় ধ্বংস হতে মন যেন না মাতে।