জানিয়েছিলে আসবে তুমি আমার দরজায়
আকুল হৃদয় ব্যাকুল ছিল মিলন প্রতীক্ষায়।
জানিয়েছিলে তুমি হবে সবার চেয়ে ভিন্ন
যাবার সময় রেখে যাবে তোমার আসার চিহ্ন।


সজ্জাবিহীন তোমার মিলন হিয়ায় রাঙি নাই
সারাটা দিন ব্যস্ত ছিলাম বাড়ির আঙিনায়।
সাজিয়েছিনু নয়নহরা তোমার বসার আসন
আসবে তুমি দীনের বেশে ভাবেনি এই মন।


দিনের শেষে দ্বারের পাশে দেখি ছিন্ন ঝুলি
যাহার ভিতর খুঁজে পেলাম স্বর্ণকণাগুলি।
বুঝি তুমি এসেছিলে দীনের আবাস পরি
তোমায় দূরে তাড়িয়েছে দ্বারের ছয় প্রহরী।


ঝুলিখানি বুকের ভিতর বাড়ায় এখন জ্বালা
স্বর্ণগুলি ঝরায় সদাই আমার অশ্রু-মালা।
তোমার মিলন তরে কাঁদে ব্যাকুল আমার প্রাণ
সেথায় কোথায় রাখি বলো তোমার মহাদান?


জানি তুমি চাওনা ফেরত তোমার স্বর্ণগুলি
কাঁধে নিয়ে ঘুরছি এখন তোমার দেয়া ঝুলি।
জানি নাতো এই জীবনে আর কি হবে দেখা
মিলন আশায় হাঁটবো তবু তোমার পদরেখা।


রচনা: ১৭ জুন, ২০১৬