আমি বুক ফাটা এক তৃষ্ণা নিয়ে যায় যে তোমার দ্বারে
জল না দিয়ে দুগ্ধ, মধু দাও যে বারে বারে
আমার তৃষ্ণা মিটলো নারে, আমার তৃষ্ণা মিটলো নারে।


আমি দুগ্ধ খেলাম মধু খেলাম
চাইলাম যা তার বেশি পেলাম
তৃষ্ণা সে কী তাও মিটাতে মোর পারে?
আমার তৃষ্ণা মিটলো নারে,আমার তৃষ্ণা মিটলো নারে।


অথৈ জল সে নদীর বুকে
ঝরলো আকাশ শ্রাবন-সুখে
সে সর্ব অঙ্গে ভিজায় আমারে,
আমার তৃষ্ণা মিটলো নারে, আমার তৃষ্ণা মিটলো নারে।


সাগর ভরা জল যে তোমার
তৃষ্ণা বাড়ায় লবনে তার
আমায় সদাই ডুবাও সেই সাগরে,
আমার তৃষ্ণা মিটলো নারে, আমার তৃষ্ণা মিটলো নারে।


আমার চোখের জলে বইলো নদী
সেথায় তুমি আসতে যদি
মিটতো তৃষ্ণা তোমার সাঁতারে,
আমার তৃষ্ণা মিটলো নারে, আমার তৃষ্ণা মিটলো নারে।


রচনা: ৫ অক্টোবর, ২০১৬