তুমি যেমন বললে আমায়,
তেমন হয়েই থাকি
দুঃখ যেটুক পেলাম তাতে
বুকের মাঝেই রাখি।


তোমায় খুশী করব ভেবে
গেয়েছিলাম গান
এখন বুঝি তোমার তাতে
ভরেনি গো প্রাণ।
বলেছ তাই বেসুর গলায়
কা-কা স্বরে ডাকি
তুমি যেমন বললে আমায়
তেমন হয়েই থাকি।


মনের সুখে খেলো তুমি
ছড়িয়ে নানান রঙ
সেসব মেখেই আমি না হয়
থাকবো সেজে সঙ।
সরিয়ে তোমার আবর্জনা
রাখবো তোমায় সুরঞ্জনা
যা ছুড়ে তাই কাঁদাও ব্যাথায়
অঙ্গে যে তাও মাখি
তুমি যেমন ভাবলে আমায়
তেমন হয়েই থাকি।