জন্মের কিছু পরেই মুছে গেছে আদি পরিচয়
নাম আর পারিবারিক পদবীর সাময়িক জয়।
তারপর, এক সময় হয়ে গেলাম ইঞ্জিনিয়ার
কেউ তাতে যোগ করে 'সাহেব' কেউ বা 'স্যার'।

সাহেব বা স্যার ছাড়া এখন যদি কেউ কিছু বলে
বিক্ষুব্ধ মনটা তার প্রতি ক্রোধানলে জ্বলে।
বাপ-মায়ের প্রদত্ত নামটা এখন বড়ই অপ্রিয়
ইঞ্জিনিয়ার, স্যার, সাহেব - শব্দগুলো পরমাত্মীয়।

যারা ডাকে শুধুই আমার আসল নামে, তারা বেয়াদব
আমাকে শুধুই মানুষ ভাবে যারা, তারা নিতান্তই গর্ধভ।