ভালবাসা
৩০ মার্চ, ২০১৪

ভালোবাসা অন্ধ নাকি, আমি বলি - কালা
হাজার বছর বৃষ্টি চেয়েও না পাওয়ার এক জ্বালা।
আকাশ ভরা মেঘ যতবার যাকনা উড়ে ঝড়ে
হাজার বছর চেয়েও যদি এক ফোঁটাও না প'ড়ে
থামবে নাকো কালো মেঘের কাছে তবু চাওয়া
এক জীবনে একটা ফোঁটা হোক বা না-হোক পাওয়া।

ভালোবাসা কখন আসে যায় না নাকি জানা
আমার কাছে শ্বেত-পায়রার ঝাপটানো দুই ডানা।
শব্দ শুনেই মন-ময়ুরী নাচে পেখম তুলে
দুটি আখির অতল তলে সব কিছু যাই ভুলে।
কারো কাছে হয় যদি তা, হোক না সর্বনাশ
আমি জানি, সেই তো আমার সুখের প্রথম শ্বাস।

সবাই বলে অভাব এলেই তার মৃত্যু হয়
আমি দেখি তার কাছে রোজ মৃত্যুর পরাজয়।
প্রাচুর্যতে ভালোবাসা লাগামবিহীন ওড়ে
দারিদ্রতা ভালোবাসায় নিবিড় করে জোড়ে।
ভালোবেসেই হারানো যায় সবকিছু নির্ভয়ে
রাজাও ছাড়ে সিংহাসন তারই বিনিময়ে।

ভালোবাসা আসে নাকি জীবনে একবার
বুকের খাঁচায় ধরতে পারলে হারায় না তা আর।
প্রতিদিনের পান পেয়ালা ভরে রাখে নেশায়
জীবন শেষেও পানের নেশা হয় না যে শেষ হায়।
একই সাকির হাতের সুরা নিত্য করেও পান
রাত্রি শেষে নতুন জীবন, আবার নতুন গান।

কারো ভালোবাসা কাঁদে মিলন মোহনায়
কারো ভালোবাসা হাসে বিরহের কান্নায়।
মিলন মেলা সাঙ্গ হলেই জোয়ার যদি শুকায়
পূর্ণ চাঁদের আলো যদি মেঘের পিছে লুকায়
এমন ভালোবাসার ব্যথা যদিও কেউ সহে
হৃদয়খানা নিভৃতে তার তুষের মতোই দহে।

ভালোবাসি - সবাই নাকি কাউকে বলতে চায়
বলেও কেহ সারা জীবন পুড়তে সলতে পায়।
মৌনতাতেও ভালো লাগার থাকলে অনুভব
হৃদয় বোঝে ভালোবাসার অমূল্য বৈভব।
বসে আছি ভালো লাগার আশাতে নির্বাক
নাইবা হল কিছুই বলা- সময় থেমে থাক।