ভিক্ষা-ঝুলি কাঁধে নেবো, লজ্জা আমার নাই
ভয়টা শুধু শেষে কিছু ভিক্ষা যদি না পাই!
নাহয় কিছুই পেলাম নাকো, দুঃখটা নেই তাতে
শূন্য ঝুলি কাধে নিয়েই ফিরব শূন্য হাতে।


দুঃখ শুধু, ভরবে কিসে তখন শূন্য হৃদয়
পাবো যখন অনেকজনের আসল পরিচয়।
সারাজীবন ভেবেছিলাম যাদের আপনজন
দেখবো যখন কোনদিনই পাইনি তাদের মন।


শূন্য ঝুলি বুকে নিয়ে প্রাণের ক্ষুধায় মরি
অনেক ধনী অনেক আপন, সেই গর্বই করি।
শূন্য আমার ঝুলিখানা, শূন্য হয়েই থাক
ভালোবাসায় পূর্ণ আছি, ভেবেই জীবন যাক।