এক দেশের এক ব্যবসায়ী
ভাবলো মহান ব্যবসা করা তার চায়-ই।
দশের সেবায়, দেশের স্বার্থে
দেশখানা সে চাইল ভরতে
উচ্চমানের সুস্বাদু সব তামাকে।
তবে এমন মহান কাজের আগে
উচ্চাসনের এক হুজুরের
উচ্চমানের দোয়া লাগে।


নিম্নাসনের আলেমগণ
করেছিল সবাই পণ -
যেন এমন দোয়া নাহয় লভ্য
তামাক নাকি ধর্মে হারামদ্রব্য!
অবশেষে এক হুজুর
বুজুর্গে তার বুক ভরপুর
করেছিল সহী দোয়াঃ
পাক পরোয়ারদেগার হে
ধরার বুকে রহম দে
হারাম তামাক হালাল কর
আমার দুটো পকেট ভর।
সেদিন থেকে চিরকাল
তামাক দেশে হয় হালাল।


আমি সেই হুজুরের বংশধর
আমার আলখেল্লার পকেট ভর
কী ফতোয়া চাই তা বল
ইচ্ছেমতই পাবি ফল।
হালাল মূর্তি-ভাস্কর্য -
সে আর এমন কী আশ্চর্য?