সমুদ্রের অথৈ জলে যদি যাও ডুবে
তার বুকে তবে তুমি একটি ক্ষুদ্র বিন্দু
সমুদ্রকে যদি করো ধারণ নিজের বুকে
তোমার ভেতর বন্দী হবে সহস্র সিন্ধু।


ফুলের নির্যাস আহরণই যদি তোমার লক্ষ্য
তবে তুমি হবে এক উড়ন্ত ভ্রমর
প্রেম বিতরণে মিলনের আবেগ যদি বুকে
নতুন জীবনে তবে তুমি হবে অমর।


রণক্ষেত্রে জয়ের লক্ষ্যেই যদি অস্ত্র ধরো
প্রেমের ইতিহাসে তুমি রবে চির পরাজিত
জীবনের যুদ্ধে পরাজয় নেই তোমার সৈনিক
বুকে তোমার প্রেম আর ক্ষমা হলে ধৃত।


প্রেমের ধারক হয় যদি তোমার বুক
সেই বুক কোনদিন রবে নাকো ফাঁকা
যে যাবার সে চলে গেলেও তার পথে
সহস্র সুরভিত ফুলে রবে সে বুক ঢাকা।