আমায় নহে গো ভালবাস,
শুধু ভালবাস মোর টাকা
আমায় নহে গো ভালবাস,
শুধু ভালবাস মোর টাকা
টাকার দাতারে কে মনে রাখে
টাকার দাতারে কে মনে রাখে
পকেট হলে তার ফাঁকা
ভালবাস মোর টাকা।


ধনীরে কে চায় ধনই তো সবাই যাচে
ধন শেষ হলে কে যায় ধনীর কাছে।।
তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না,
তুমি বুঝিবে না, বুঝিবে না
কতটা বেদনা ধনীর বুকে
ধনহারা বেঁচে থাকা
ভালবাস মোর টাকা।


যে রক্ত-ঘামের আঁখিজল, হায়
টাকা হয়ে পকেট ভরে
টাকা নিয়ে তার দিয়েছ কি কিছু
টাকা নিয়ে তার দিয়েছ কি কিছু
শূন্য হাতের 'পরে
টাকা হয়ে পকেট ভরে।


সবাই তৃষ্ণা মিটায় ঝর্ণাজলে
কী তৃষা জাগে পাহাড়ের হিয়াতলে
শুধিয়েছ কি কত বেদনায়
চূড়া তার উঁচু রাখা
ভালবাস মোর টাকা।
------------------------


উত্স : আমায় নহে গো ভালবাস, শুধু ভালবাস মোর গান ...... দুখী কবি কাজী নজরুল ইসলাম।