বহুদিন লতা-গাছে ছিল গলাগলি
একদিন বসে তারা করে বলাবলি।
লতা বলে, দেখি নাই অন্য কারো কাছে
এতো কিছু ভালো গুণ তোমার যা আছে।
গাছ বলে, আর নেই অন্য কোন লতা
যে করে আমার 'পরে এতো নির্ভরতা।
তুমি তাই শ্রেষ্ঠ লতা এ বিশাল বনে
তুমি রবে চিরদিন আমার এ মনে।


কাক শুনে কাকা রবে বলে জনে জনে
যত গাছ লতা ছিল শোনে সেই বনে।
অন্য কোন গাছ লতা দিল নাকো কান
কোকিল শুনলেও তা থামায়নি গান।
অন্য গাছ অন্য লতা করে জড়জড়ি
হাসি আর ফুলে ফলে যায় গড়াগড়ি।