জনম গেল যারে খুঁজে
মেলে না তার সাড়া
সে জন আমার কেমন বন্ধু
করলো রে ঘর ছাড়া!


শুনি পাড়ায় সে জন আসে
ইচ্ছে যারে ভালোও বাসে
পথ চেয়ে তার সময় কাটে
নেই দরজায় নাড়া।


আমার, সকাল বিকাল সকল সময়
পেটের ধান্দায় কাটে
রাতের বেলায় অন্ধকারে
ছয়জনে খিল আঁটে।
সেই, খিল ভেঙে সে আসে না
আমায়, একটু ভালোও বাসে না
আবার সেজন ডাকে যখন
তখন খুবই তাড়া।


গোসল-সজ্জা হয় বা না হয়
ডাকলে নাকি দেয় না সময়
তার মিলনে যেতেই যে হয় -
এ কেমন ভাগ্যের ফাড়া!