একদিন একটাই ফুল দিয়েছিলে এই হাতে
হয়তো এমন কিছু প্রতিশ্রুতি ছিল না তাতে।
তবু কেন সেই ফুল
কখনো হলো না ভুল
ভেবে তা হারাই কূল
কেন তা রয়ে গেলো চিরদিন এই মনটাতে?


কত কিছু গিয়েছি ভুলে, সেই ফুল ভুলিনি
কী ছিল কথা, সেই কথা কোনোদিন তুলিনি।
বেদনার দ্বিপ্রহরে
পাপড়ি গিয়েছে ঝরে
তবু তারে বুকে ধরে
গিয়েছি ভুলে কী ছিল লেখা শেষ লিপিকাতে।


যেই ক্ষণ গিয়েছে, জানি তা আসিবে না ফিরে
শুকায়েছে যে নদী সে তো আর ভাসিবে না তীরে।
তবু তার তীরে এসে
যায় শুধু ভালোবেসে
যা কিছু রয়েছে শেষে
শুকনো নদীর তলে সোঁদাময় সে পলির সাথে।