যখন কোথাও যাই
হাজার কথা মনের মাঝে হঠাৎ করে ঠাঁই।
আপন যারা যাচ্ছি তাদের আজ পিছনে ফেলে
আবার যদি দেখা তাদের আর কভু না মেলে!


এই যে যাওয়া হবে কি ফের আবার ফিরে আসা
থাকবে কি সে যারে দিয়ে গেলাম ভালোবাসা?
বনের পাখি যে এসে রোজ খেয়ে যেত খাবার
কদিন আমায় না পেয়ে সে আসবে ফিরে আবার?


যাচ্ছি যেথায় দেখব সেথায় অনেক নতুন মুখ
সুখ-শিহরণ ভালোবাসায় ভরবে কি এ বুক?
কিংবা আমি হব কারো সুখ দুঃখের কারণ?
অযথা সব প্রশ্ন মনে,  যতই করি বারণ।


যাওয়ার সময় কারো নয়ন করে যে ছলছল
যতই লুকাই চোখের কোনে একটু আসে জল।
নিরব চাওয়া, আলতো ছোঁয়া, আলতো আলিঙ্গন
কিছু বলে হাত ইশারায়, বিদায়ী চুম্বন।


এমনি করেই জগৎ মাঝে নিত্য চলে বিদায়
আপন কি কেউ বলতে পারে কার আসে কি যায়?
অনেক বিদায় কিছুক্ষণের, আবার শেষে মিলন
অনেক বিদায় হৃদয় ছেঁড়া, আনে স্মৃতির দহন।
----------------------------------------


** একটু পরেই সন্তানদের রেখে বাংলাদেশের পথে ফ্লাই করব।