যে পাখি গেছে উড়ে ।
হাওয়ার হিমেলে ফুর ফুরে ।
দূর হতে আর ও দূরে ।


আমি পারিনি তারে ধরতে ।
আপোসে আপন করতে ।
পারিনি তার একলা আকাশ গড়তে ।


যদি চেনা অভিমানে ।
নীড় ছাড়া হতে চায় ।
বাঁধবো না আর চাওয়া পাওয়ায় ।


শেকল যখন আলগা বাঁধনে ।
মুক্তি দিয়েছি সোহাগে স্বপনে ।
শুধু স্মৃতি টুকু থাক স্বযতনে ।


আমার আকুতি ।
সেতো একাকার স্তুতি ।
জানি ফিরবে না পাখি আর ঘরে ।


যে পাখি গেছে উড়ে ।
হাওয়ার হিমেলে ফুর ফুরে ।
দূর হতে আর ও দূরে ।


কৃত্তিবাস
শিলং, ৪ ঠা জুন ২০২০