অনেক সকালের মত নেই সবকিছু ।
বদলে গেছে অনেক কিছু ।
আগাধ ভালোবেসেও, ----
ভালোবাসা শূন্যে ।
অনেক সিঁদুর সিঁথি ভরে ।
অতচ সে যেন জলের টিপ, বর্ণহীন ।


জানালা বেয়ে এখন আর,  
বর্ষাতি ফুলের গন্ধ আসেনা ।
বুনো ভাঁটফুল  মৃদু সুগন্ধ দেয়না ।
বর্ষায় ভিজে লটপটে পাট,  
আজ লজ্জা পায় না ।
তুমিও কেমন হাসতেই ভুলে গেছ ।


সারল্যের সরলতা ইতিহাস ।
তুমি বুনে চলো কৌটিল্যের জাল ।
কিছু বোকা খুঁজে ফেরে,  
নিরিবিলি জীবনের স্বাদ ।
আত্মাহুতির যজ্ঞে তোমার নিপুন জালে,
বেঁচে আছে খন্ড মরণ যন্ত্রনায় ।


এমনই করেই সমাপ্ত হবে আর এক,  
সিন্ধু,  মহেঞ্জদাঢ়ো নাকি হরপ্পা !
প্রত্নতত্বের মোড়কে তোমার আমার ইতিহাস ।
জীবন এখনে মৃত্যুতেও পরাধীন ।
নীলিমার সবটুকু নীল  কী সাজানো ?
সকালটা তাই মুখ টিপে টিপে হাসছে ।


কৃত্তিবাস
শিলং,  25 Jun 2018