সাধ আর সাধ্যের ব্যবধান ।
স্বপনটা চিরকাল সেই বেমানান ।
আধো আধো অধিকারে,
আধা মরে বেঁচে আছে যে সকল প্রান ।


তবুও সে যুগে যুগে ।
সুর্যের পিছু পিছু ভাগে ।
যদি কিছু কনা তার,
মুঠি ভরে পায় সে!


হায়রে বিড়ম্বনা ।
পেরিয়ে সে দূর দূর সীমানা ।
অধরা রবির কর,
আকাশের নিরন্তর ছলনা ।


ঘর ছেড়ে বাইরে ।
পাড়ি দেয় আলো ভরা শহরে ।
হটাৎ বিমুখ দুপুর কেড়ে নিল সবটুকু ।
দুই মুঠো চাল চুলো আঁধারের গহরে ।


যে কলের চাকা ঘোরে ।
ঘর ছেড়ে বেঘর শহরে ।
ঠাঁই সেথা তিল ঠাঁই,
প্রাণ তার যায় যে পথ পরে, অনাহারে ।


মরন তখন তার পরিসংখ্যানে ভিন দেশে ।
এক, দুই, তিন, চার কম হয় অঙ্কে সে ।
হোক সে রেলের চাকার নিচে,
হয়তোবা স্টেশনে খোকাটির মায়ের বেশে ।


দেশ যদি দেশ আমার, দেশ তার ।
পথ তবু পায়ে পায়ে কেন তার?
ভিটে মাটি ফিরে পেতে,
পরিযায়ী নাম কার ?


কৃত্তিবাস
শিলং, ১লা জুন ২০২০