তোমাকে জানার,
অনেক দিন পেরিয়ে গেছে ।
দু দুটো যুগ কেটে গেছে,
স্মৃতির খোলসে মুড়ে ।


হৃদয় হতে আর এক হৃদয় ।
মন হতে আর এক মন ।
যে পরিচয়, অনুভূতি গড়ে ছিলে,
কালের করালে লুপ্ত প্রায় সভ্যতা ।


প্রতি স্পন্দনে জাগ্রত।
রক্তের টানে, টান টান সব অনুভূতি,
একঘেঁয়ে ।
সংকেতহীন দুরাভাষ একপেশে প্রেমে ।


তোমার আমার পরিচয়ের,
যে ধারা ধরে আছি কিছু অস্পষ্ট ।
সে কেবল তোমায় আমায়,
এক তারে বাঁধে নি ।


যে ধারায় বয়ে যেতে যেতে
আমার দৃষ্টি যতদূর যায়,
খুঁজে পাই আজ ও এক পৃথিবী ।
সেখানে আজও তুমি পৌঁছাতে পারনি ।


যুগ যুগ ধরে পাওয়া আর না পাওয়ার,
যে ভ্রম লালিত পালিত ।
তার থেকে অমুক্ত তুমি ।
নিরার্থক তাই একলা আকাশ ।


তোমায় দেখি এখানে, ওখানে,
সবখানে ।
সকালের সূর্য রাঙা শিশিরে,
ফুলে ফুলে চুমু দেওয়া ভ্রমরে ।
ফিরে দেখা স্মৃতি ঘিরে ।
বাতাসের মাঝে থেকে স্পর্শে, গন্ধে,
জীবন্ত আজ ও সশরীরে ।


যে ঘ্রাণে খুঁজে পাওয়া যুগ শেষে যুগে ।
সীমানাহীন দূরত্বের দূরে ।
তার মেহেক কী কোন দিনও,
আসেনিকো প্রেয়সীর দ্বারে !


কৃত্তিবাস
শিলং, ২৩ এপ্রিল ২০২০