হৃদয়টা পাথরের হওয়া ভালো ।
ঠুনকো হবে না, কঠিন হবে আঘাত হেনে ।
একশ বছর পরেও ক্ষতহীন প্রাণ পণে ।


বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো ।
যার ফাঁক ফোকরে কোন যন্ত্রনা,
কোন অনুভূতি কদাপি দিতে পারবে না ।


চারিদিক এখন পাথরে পাথরে ঢাকা ।
কিছু কবিতার অসফল মাথা কোটা ।
পাথর পথে রক্ত মাংস খোঁজা ।


কিছু আকাশের নীল, সেই কবে
ঢেকেছে তার সমস্ত নীল কালো মেঘে ।
সময় অসময় অকারণ কিছু আবেগে ।


কিছু স্বপ্ন শুধু সপ্নের মত ।
ঘুমভাঙ্গা চোখে স্বপ্ন দেখায়,
নিঝুম রাতে একলা আকাশ অসহায় ।


জলহীন এক নদী, বিশাল বালুকা রাশি,
ঢেখে আছে তার বক্ষ ।
বুকে তার ভেসে কাগজের এক নৌকো ।


কৃত্তিবাস
শিলং, ১২ এপ্রিল ২০২০