আসিবে কোন দিন যবে
রব না এই তুমি আমি ।
রূপকথা হবে বুঝি,
তোমর-আমার এ প্রেম কাহিনী ।


অপূর্ব ধরার মাঝে
কোন গোধূলির সাঁঝে ।
রাঙ্গাবো এ সিঁথি তব  সোহাগে,
অস্তায়মান  রবির কিরণে।


মেঘমালীকার ঘোমটায়,
লাজুক বধূয়া তুমি শরমে মরমে,
লুকোচুরি যবে নয়নে নয়নে ।


শরতে শিশিরে যবে,
সিক্ত সে দূর্বা-আঁচল খানি ।
প্রজাপতি নাচি নাচি
শিউলির ফুলবনে ।


গৃহবধূ স্নানের শেষে,
ঘোমটায় মুখ ঢেকে
রবে তুমি প্রদীপ লয়ে হাতে,
তুলসীর আঙ্গনে ।


নিশীথে নির্জনে স্মরিবে কী,
কোন রাত জাগা পাখি ।
মনে মনে গাহিবে,
অজানা গানের সুরে,
এ মোর কবিতা খানি ।


নয়ন ভোরিবে অশ্রুজলে ।
প্রেম যে অমর রবে ।
রাখ হে বাঁধিয়া স্মৃতি যত,
হৃদয় মাঝারে সংগোপনে ।


প্রাণের বেদন যত,
রাশি রাশি যন্ত্রণার ক্ষত ।
মিলায়ে নিমেষে যদি বাস ভালো
শর্তহীন প্রিয়জনে ।


তোমারে বেসেছি ভালো ।
চাহি নাই কিছু হেথা ।
এ প্রাণ রবে না যবে,
রবে মোর প্রেম শুধু হয়ে রূপকথা ।


কৃত্তিবাস
কঙ্গো, 25 Jun 2017