তোমার হাতের কলমখানা গর্জে উঠুক ।
বিদ্রোহ হোক,  হোক প্রতিবাদ ।
স্বাধীন দেশে স্বাধীনতার যে বড়ই অভাব ।
রুদ্র লেখো না একবার, ------
" দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার -------"


তুমি ফিরে এসো রুদ্র ।
তোমার কোন ভাটিয়ালী গানে ।
হারিয়ে যাই নিরুদ্দেশে,
বাউলের বেশে নতুবা,
তরীতে পাল তুলে দূর কোন দ্বীপে ভেসে ।


ফিরিয়ে দাও রুদ্র সেই স্বাধীনতা ।
ইতিহাসে রক্তাক্ষরে যা আজও লেখা ।
ছুঁতে চায় নিজের  প্রতিবিম্ব আয়নাতে ।
প্রত্নত্বত্তের অবিরাম খোঁজে,
আজও লক্ষ কোটি ধুলো মাখা পথে ।


জাগ্রত করে তোলো মগজের মাস্তুল ।
তোমার কলমে ঝরে যাক এক সৃষ্টি ।
থেমে যাক অকাল ঝড় অনাবৃষ্টি ।
আলোড়িত হোক আকাশ পাতাল সমুদ্র ।
তুমি একবার ফিরে এসো রুদ্র ।


বিপ্লব, ভাতৃত্বের মাটি যে দেশ ।
হোক পরাস্ত হিংসা বিদ্বেষ ।
আর বিচ্ছেদ নয়,  আর নয় ।
রুদ্র লেখোনা সেই গান ।
" মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান " ।


কৃত্তিবাস
শিলং, 24 Apr 2018