ঘুম আসেনা চোখে থাকি জেগে জেগে।
ব্যস্ত থাকি বইপত্র, ল্যাপি আর ট্যাবে।
পড়তে পড়তে যখন তন্দ্রা আসে চোখে
সব কষ্ট তখনই জমা হয় বুকে।
ভুলতে চাই আমি সে দিনগুলি এবার
ফিরতে পারি যেন অতীতে আবার।
সামনে আসছে দিন অনেক কঠিন
জয়ী আমি হতে পারব কি সে দিন?
জয়ী যেন করে বিধাতা মোরে
তাইতো সবই ফেলে দিয়েছি ছোড়ে।
ঘুম আসেনা চোখে থাকি জেগে জেগে।
যে ছিল মোর সে তো গিয়েছে ভেগে
চুপ করে আছি আমি ভীষন রেগে।
মনেতে ভালবাসা আর উঠেনা যেন জেগে।
কষ্টগুলো কেন মোরে কুড়ে কুড়ে খায়?
কানেতে আওয়াজ আসে কে যেন ডাকে আমায়
ডেকে লাভ নেই আমার শুনার সময় নাই।
তোমাদের চিনি আমি, ছলনার ফাদে ফেলে
মনেতে দিবে শেষে ভীষন কষ্টের ঘাই।
জীবনের বাকী পথে আমি একাই যেতে চাই।
ঘুম আসেনা চোখে থাকি জেগে জেগে।