সুখ থাকে কোথায়?
খুঁজে ফিরি হেতায় হোতায়,
কাছে এসে আবার লোকায়,
ধরা দেয়না সে যে আমায়।
আমাকে কি পাও ভয়?
নাকি আবার লজ্জা হয়।
সুখ তুমি থাকো কোথায়?
আনতে যাব আমি সেতায়,
টানব কাছে রাখব বুকে,
শুতে দিব আমার পাশে।
পাশে বসে একটু হেসো,
আমায় তুমি জড়িয়ে রেখো।
সুখ তুমি কোথায় যাও?
আমায় তুমি সাথে নাও।
যেতে চাই তোমার সাথে,
সবার সঙ্গে আড়ি পেতে।
সুখ তোমায় আমি ডাকি...,
ঘুরে তাকাও একটু দেখি।
কবে তুমি গেছ চলে....
আমায় এভাবে একা ফেলে।
কেনরে ভাই রাগ করেছ?
এমনি করে মুখ ফিরিয়েছ।
যদি করি কোন দোষ,
তোমায় দেব আমি ঘোষ।
কবে থেকে ডাকছি তোমায়,
রাখবে ঘিরে তুমি আমায়।
সুখ তুমি কাছে এসো,
আমায় একটু ভালবেসো।