এই আমি একলা পথিক, ঘুরি পথে পথে;
পথের মাঝেও নির্জনতায় প্রহর আমার কাটে।
সোজা পথের বাঁকা গলিতে পিয়েছি একটু জল;
পথ দেখানোর অন্তঃজালে, পেয়েছিও এক ছল।
পথ হারিয়েছি,ছল পেয়েছি সাধের ১৬ সালে;
পথের পথিক ঘুরার শেষে ঠাঁই জোটেনি নিলয়ে।
একটি মাত্র পথে আমি যেই চেয়েছি যাই;
জুটল মনে সর্বহারার ঘাইহরিণীর ঘাই।
বল্ল বাতাস ডিসেম্বরে হবেনা তোর হাটা;
সয়নি আমার, হয়নি আমার সব হয়েছে ভাটা।
গহিন পথে কালো আঁধার, সঙ্গী বিহীন পথে;
ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই কে যাবে মোর সাথে।
ভরে কি আর মন পথিকের, হাজার গলির পথে;
ভুল আচ্ছাসের জলোচ্ছ্বাসে, ডুবলো সকল পথও।
লাজুকলতা ভাল এখন, সর্ব পথের পথিক;
সময়টা এখন করুক তাকে, একটি পথের পথিক।
পথটা যে বড় লক্ষীছাড়া, পাই না যে তার শেষটা;
করবে আবার পথের পথিক, ভাগ তুই বেটা!!
পথটা যখন দুরে পালায়, তখন পিছু হাটি;
পথটাই হল জীবন-মরন, পথটাই যে ঘাটি।