কোন সুখ নেই এই পৃথিবীতে
কিন্তু আমি মোটেও দুঃখবাদী নই;
কোন কিছুতেই নিরন্তর সুখ পাওয়া যায় না
খালি দুঃখের ডামাডোল সবখানে।
আমি দেখতে পাই চরম অস্বস্তি
সবার মনে---সুখের পেছনে অবিরাম ছুটাছুটি;
কানাগলি, অন্ধকার গলিতে অনেক
মানুষ সুখ পেতে চায়।
কিন্তু সুখ কোথাও নাই।


লাল নীল সবুজ অনেক রঙের ফুল পৃথিবীতে
বসন্ত আনে---
কিন্তু সুখ আনতে পারে না
কেউ কি জানে সুখের ঠিকানা?
হৃদয়ের গহীনে অনেক দুঃখ
নাম না জানা দুঃখের শেষ নেই---
নচ্ছার এই পৃথিবীতে সুখের চরম তৃপ্তি মোটেও নেই।


সুখ নেই
সুখ কোথাও নেই।
এই বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কি সুখ আছে?
খালি আছে নীল বেদনা।
পরম স্বস্তি
পরম তৃপ্তি কোথাও নেই---
আমার জঘন্য নীল বেদনা।।