আমার যদি থাকতো
জনমের ভালোবাসা---
হয়তো কোন অজুহাত ছাড়াই তোমাকে ভালোবাসতাম অহরহ।
এখন তো আমার তেমন নয়---
ভালোবাসাকে আমি খুঁজে পাই না,
ভালোবাসা আমাকে পায় কদাচিত্‍।


আমি জানি না কে আছে ইন্দ্রজিত্‍
তা থাক,
ভালোবাসার জিঞ্জিরে যদি থাকতাম---
তবু ভালো ছিল,
তবু ভালোবাসতে তুমি আমাকে হয় তো বা।


যদি আমার থাকতো
অস্পন্দ একটি হৃদয়---
হায় দুঃখ!
তবে হয়তো সাধারণের উর্ধ্বে আমি ভালোবাসার পিঞ্জরে তোমাকে পেতাম।
আশ্চর্য আমার চেতনা!


কে জানে? কেন এমন নিরন্তর বিরহ!