অপরূপ রূপের বাহানা তুমি নারী
সারা দেহে জড়িয়েছ মাত্র কয় হাত শাড়ি;
নিখিল ভুবনে গোপনে স্বপনে আছো বেশ
কী হবে যখন পাবে তুমি মৃত্যুর প্রতিবেশ!


নগণ্য পৃথিবী জঘন্য মৃত্যু হায় রে
যদি আকাশে বাতাসে চিরস্বাধীনতা পাই রে!
আমার তো আর কিছু নাহি চাই
শুধু চাই কখনও আমার মৃত্যু নাই।