আমার ভীষণ তাড়া হে সময়
নাকি তোমার ভীষণ তাড়া—লাগছে ভয়;
জীবন ও জগতের আশ্চর্য এ ধারা
আমি বুঝি না কিছুই, আমি পাগলপারা।


রাত ও দিন পার হয়ে যায়
এই সব কি সময়ের খেলা?
এ নিখুঁত বিশ্বব্রহ্মাণ্ডে
অনিশ্চিত সব মেলা।