(এক)
আমার অশেষ প্রেম স্বভাবত: কোন
          হেলাফেলার বস্তু নয়,
যে প্রেম জাতে গোপন জাতের
           স্বপনঘোর বেদনাময়।


শিকল পরাব না চপলে চপলে থাক
           চপলা প্রেমের জাত,
স্বপ্নময় প্রেম গোপনে কাঁদে
           কেঁদে কেটেছে রাত।


(দুই)
প্রেম বিধাতার দান প্রেম যে মহান
            প্রেম স্বপ্নে মাখা,
প্রেম গোপনের প্রেম স্বপনের
           প্রেমের কতো শাখা।


ত্রিভুবনে কতো আলো জ্বলে
           প্রেমের আলো বেশি,
দুঃখ থাকে, সুখ থাকে, প্রেমও থাকে
           প্রেমের কি নাই ফাঁসি?


(তিন)
চক্ষু-পাথারে পরিতাপ লাগে
         স্বপ্নের বেড়াজাল ছিন্ন নয়,
পুরোদমে কেন দেখি না গোপনে
         বেড় কেন এর বড় নয়?


গোপনে মুরতি পরে স্বপ্নজাল বিছাই
         সারথি নিয়ে যায় পুরে,
আমি নই আমার পুরঞ্জন ভাই
         দেখে সব ঘুরে ঘুরে।


(চার)
গোপন পিয়াসী মনে ডানা মেলে
         স্বপ্নঘোর কাননে বেড়ায়,
শুচি সবই শুচি, শুচির ভাণ্ডার যেন
         উড়িছে প্রেমের পাড়ায়।


ধরিত্রীর বিদুষী ভাব প্রেমের নয়নে
         কতো মুগ্ধা আহা,
তবু কান্তি কই-স্বপ্নঘোর বেদনাময়
        স্বপ্নীল আকাশ বাহা!


(পাঁচ)
প্রেম-সিক্ত হৃদয় মম
         দাবদাহে পুড়ে,
প্রাণ যে আমার বের হয়ে যায়
       কার সে মুখের তোড়ে?


স্বপ্ন আমার বিচিত্র যে
       বিচিত্র তার কায়া,
প্রত্যহ সে আনে যেন
       অলৌকিক সব ছায়া।।