আমার ভীষণ তাড়া
তোমাকে ভাবতে
আমার মগজের তলে
কল্পনায় ঘেরা
সুখ তুমি।


আমি আবেশে থাকবো
তুমি যেও নাকো
আমাকে ফেলে একা,
ও বিষম তাড়া
তোমাকে নিয়ে
আমার সুখ-সাগরে
রঙধনু আঁকা।


তুমি মায়া মায়া
স্বপনের মতো
ও কী যে করি
আমি মরিয়া,
তোমাকে ভাবতে
আমি আত্মহারা
আমার ভীষণ তাড়া।


আমার ভীষণ তাড়া
তোমাকে চিনতে
আমার হৃদয়ের গভীরে
রক্তের ধারায়
ভালবাসা তুমি।


হে আমার প্রেম
তুমি যেও না চলে
আমাকে ফেলে একা,  
আমার ভীষণ তৃষ্ণা
তোমাকে পেতে
আমার মনের মন্দিরে
ভালবাসা পাকা।


তুমি ভীষণ পাকা
ডালিমের মতো
ও কী যে করি
আমি পাগল পারা,
তোমাকে ভালোবাসতে
আমি মাতোয়ারা
আমার ভীষণ তাড়া।