ওহে রামা
আমি বিন্দু হতে শুরু করে
সিন্ধু অবধি ঘুরে ফিরে
করব রে জয়।
ওহে রামা
আমার অনেক নেশা
অনেক তৃষা
আমার নেই কোন ভয়।


ওহে রামা
আমি দিলের ফাঁকে নকশা করি
মুচকি হাসির ফিকির ধরি
আমায় এক ঝালকে নিমেষ দিয়ে
বুঝতে যে নয়।
ওহে রামা
আমার অলুক প্রাণে
মধুর গানে
জয় হে জয়।


ওহে রামা
ওহে দুর্জ্ঞেয় বামা।
আমি স্বপ্ন দিয়ে মোড়া
আমি ফুলের হাজার তোড়া
আমার অনেক কথার
সব যে মধুময়।
ওহে রামা
আমি অনেক খাসা
অনেক নাশা
আমার তাহে
নেই কোন ভয়।


ওহে রামা
আমি অলীক নহি কোন
আমার মধুর কথা শোন
আমি কলকা পাড়ের
ছবি হয়ে রই।
ওহে রামা
আমার মনে-প্রাণে অনেক আলো
ছিটকে যে বের হয়।


ওহে রামা
আমার অনেক প্রকার নামা
আমার নেই কিছুতে থামা
আমি রেণু হাতে চমকে উঠি
এমন কিছু নয়।
ওহে রামা
আমি বদ্ধ দুয়ার খুলে দিয়ে
মুক্ত কথার ছন্দ নিয়ে
করব রে তয়।