তোমাকে কোথা যেন দেখেছি--
অনেক আগে,
সেই কবে ঠিক মনে পড়ে না;
ঝাপসা ঝাপসা তোমাকে মনে পড়ে।


তোমাকে সেই হালদা নদীর ধারে
চিকন চিকন পত্রবহুল বাঁশঝাড়ে
হয় তো দেখেছি;
তবে ঠিক মনে পড়ে না


উদাস করা মেঘের কাছে
ঢেউ খেলানো পথের পাছে
তোমাকে দেখেছি,
যেন অনেক কালের চেনা--
তবে ঠিক মনে পড়ে না।


নিরঞ্জনে গেঁয়ো পথের বাঁকে
তরুরাজির প্রতি শাখে শাখে
তোমাকে দেখেছি।
আষাঢ়ের বর্ষিত সলিলকোলে
যেথা পত্ররা সব শুধুই দোলে---
সেথা তোমাকে দেখেছি;
সেই কবে ঠিক মনে পড়ে না
আবছা আবছা তোমাকে মনে পড়ে।


তোমাকে সেই বেত্রবনের ধারে
সবুজ সাজা নগ্ন বিলের পাড়ে
হয় তো দেখেছি,
তবে ঠিক মনে পড়ে না।